স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : ১ জনুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবস। শনিবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদেশ তৃণমূল কংগ্রেস ক্যাম্পের সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। পরে প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক তৃণমূল কংগ্রেসের ২৪ তম প্রতিষ্ঠা দিবসের প্রসঙ্গ তুলে ধরেন। পরে প্রদেশ তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে গরিব দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
পরে রাধানগর স্থিত একটি বেসরকারি হোটেলে এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সুবল ভৌমিক। আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রক্তদাতাদের শুভেচ্ছা জানান সংসদ সুস্মিতা দেব।