Sunday, January 26, 2025
বাড়িরাজ্যত্রিপুরায় আবারও কমল করোনার নমুনা পরীক্ষা, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শূন্য

ত্রিপুরায় আবারও কমল করোনার নমুনা পরীক্ষা, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শূন্য

আগরতলা, ১ মে (হি.স.) : ত্রিপুরায় আবারও করোনার নতুন সংক্রমণ শূন্য রইল গত ২৪ ঘণ্টা। তবে এক্ষেত্রেও করোনার নমুনা পরীক্ষা কম হওয়ায় সম্ভবত আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় কেউ করোনা আক্রান্ত হননি। কিন্তু, একজন সুস্থ হয়েছেন। ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে কারোর দেহে করোনার সংক্রমণ মিলেনি। ফলে দৈনিক সংক্রমণের হার হয়েছে শূন্য। এদিকে, একজন সুস্থ হওয়ায় বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২৪ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১,০৮,০৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১,০৭,০৪৭ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৫ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য