স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সোমবার প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উদ্যোগে আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করা হয়। ১৩৭ তম মে দিবসে পি এস আর ইউ -র সদস্যরা মিছিলে অংশ নেয়। মিছিল শেষে ইউনিয়নের অফিস কক্ষে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
শ্রমিকদের অর্জিত অধিকার দিনে দিনে কেড়ে নেওয়া হচ্ছে। আইনি রক্ষা কবচ বলে কিছুই থাকছে না। অর্জিত অধিকার ফিরিয়ে দেওয়ার দাবী জানান ইউনিয়নের সাধারণ সম্পাদক পার্থ সারথী সাহা। তিনি আরো জানান প্রতিদিন ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু খাদ্যের দাম অত্যধিক হারে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সকলে। তাই ওষুধের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার পদক্ষেপ গ্রহণ করুক তার দাবী জানান তিনি।