স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সি পি আই এম রাজ্য দপ্তরে মে দিবস পালন করা হয়। এদিন সকালে দলীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন সাংসদ মতিলাল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে সরকারের তীব্র সমালোচনা করেন প্রাক্তন মন্ত্রী মানিক দে।
তিনি মে দিবসে প্রাসঙ্গিকতা তুলে ধরতে গিয়ে বলেন, দাসত্ব প্রথার বিরুদ্ধে শ্রমিকরা বিদ্রোহ ঘোষণা করেছিল। ১৮৮৬ সালে শিকাগো শহরে এই আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে এই আন্দোলন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৮৮৯ সালে শ্রমিকদের এই আন্দোলন আন্তর্জাতিক রূপ পায়। তারপর ১৮৯০ সাল থেকে সারা বিশ্বে মে দিবস পালন করা হয়। বিশ্বে বর্তমানে কঠিন পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে শ্রমিকরা নিপীড়িত, বঞ্চিত এবং মানসিকভাবে তারা নির্যাতিত। ইউরোপিয়ান দেশগুলিতে এর বিরুদ্ধে আওয়াজ উঠেছে। এবং ভারতেও কেন্দ্রীয় সরকার শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের ১২ ঘন্টা কাজের সময়সীমা করার জন্য রাজ্য সরকার দ্বারা আইন প্রণয়ন করতে চাইছে।
এর বিরুদ্ধে প্রতিবাদ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারাদেশে। বর্তমান সরকারের মদত করার উদ্দেশ্য হলো পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা। তাই বিজেপি সরকারের পরিবর্তন ছাড়া দেশে শ্রমিকদের জীবন পরিবর্তন হবে না। কারণ এই সরকার আন্দোলন এবং প্রতিবাদের ভাষা বুঝতে চায় না। শোষনমুক্ত সমাজের আওয়াজ তুলেন শ্রী দে। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সি আই টি ইউ রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ বাম শ্রমিক সংগঠন গুলির নেতৃত্ব। তিনিও সরকারের সমালোচনা করে বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার ডাক দেন। তিনি বলেন বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে অধিক সময় শ্রমজীবী অংশের মানুষের কাজ করতে হচ্ছে। দেশে সাম্প্রদায়িক ও কর্পোরেটরদের আঁতাত গড়ে উঠেছে। দেশের ব্যাংক থেকে পুঁজিপতিরা লক্ষ লক্ষ টাকা লুট করে নিচ্ছে। এর জন্য সহযোগিতা করছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। মানুষ যাতে এর প্রতিবাদ না করতে পারে তার জন্য সাম্প্রদায়িকতা নিয়ে জট তৈরি করতে চেষ্টা করে সরকার। এর জন্য রাস্তায় নেমে বিজেপির অপকর্মের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে দলীয় পতাকা উত্তোলনের করা হয়। এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করলেন রাজ্য সম্পাদক যুধিষ্ঠির দাস। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের গুরুত্ব তুলে ধরেন।