স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : সোমবার সদর মহকুমা শাসকের কাছে সম লিঙ্গে বিবাহ নিয়ে স্মারক লিপি প্রদান করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলার পক্ষ থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের পরিবর্তে অতিরিক্ত মহকুমা অনিরুদ্ধ রায়ের কাছে স্মারক লিপি তুলে দেন। স্মারক লিপি প্রদান শেষে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা উপ প্রান্তের সাধারণ সম্পাদক শঙ্কর রায় জানান সম লিঙ্গে বিবাহ আইন পাশ হতে হচ্ছে।
কিন্তু এটা ভারতীয় সংস্কৃতির বাইরে। ১৯৫৪ –র ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সংবিধান চলছে। কিন্তু এই আইনে পরিবর্তন আনা হচ্ছে। সমগ্র দেশে বিশ্ব হিন্দু পরিষদ এর প্রতীবাদ জানায়। একই সঙ্গে জেলা শাসকের মাধ্যমে সুপ্রীম কোর্টের প্রধানবিচারপতির উদ্দেশ্যে প্রতীবাদ পত্র পাঠানো হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এই স্মারক লিপি প্রদান বলে জানান তিনি। এই অ্যাক্ট রোধ করার দাবি জানান তিনি।