স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : সোমবার বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি ও অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে ১৩ তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আইজিএম হাসপাতালে আয়োজিত এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি বলেন নির্বাচনের কারণে কয়েক মাস রক্তদান শিবির স্তব্ধ ছিল। কিন্তু পরবর্তী সময়ে বিষয়টি জানতে পেরে মুখ্যমন্ত্রী রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
সেই আহবানে সাড়া দিয়ে রাজ্যে চলছে উৎসবের মেজাজে রক্তদান শিবির। একইভাবে মুখ্যমন্ত্রীর আহবানের সাড়া দিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও এগিয়ে এসেছে হকার ও নির্মাণ শ্রমিকরা। তার জন্য শ্রমিকদের ধন্যবাদ জানান রাজীব ভট্টাচার্য। তিনি আরো বলেন এভাবে উৎসবের মেজাজে রক্তদান শিবিরে এগিয়ে আসাই একটি ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গ্রহণ যোগ্যতা। এটাই রাজ্যবাসীর কাছে গর্বের বিষয় বলে জানান তিনি। এদিন রক্তদান শিবির পরিদর্শন করেন রাজীব ভট্টাচার্য। কথা বলেন রক্তদাতাদের সাথে। এবং শুভেচ্ছা জানান তিনি।