Friday, January 24, 2025
বাড়িরাজ্যডোম দ্বারা প্রতারিত মৃত ব্যক্তির পরিবার

ডোম দ্বারা প্রতারিত মৃত ব্যক্তির পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে :  মৃত ব্যক্তির শংসাপত্র দেওয়ার নাম করে ডোমের মোটা কামাই চলছে জিবি হাসপাতালে। প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ। ডোমের পেছনে রয়েছে বড় চক্র বলে মনে করছে সাধারণ মানুষ। জানা যায়, সোমবার জিবি হাসপাতালে কর্মরত ডোম হরেন্দ্র শীল চম্পকনগরে এক ব্যক্তির কাছ থেকে মৃত ব্যক্তির শংসাপত্র পাইয়ে দেওয়ার নাম করে ২০০ টাকা হাতিয়ে নেয়।

তারপর জিবি হাসপাতালে কর্মরত ডোম হরেন্দ্র শীল ও যুবককে বলেন ২০০ টাকা দেওয়ার জন্য। খুব শীঘ্রই তার মৃতের শংসাপত্র বের করে দেবে। তার কথা অনুযায়ী যুবক ডোমকে ২০০ টাকা দিয়ে দেয়। সোমবার চম্পকনগর এলাকার সেই যুবক তার আত্মীয়ের শংসাপত্র নিতে আসে জিবি হাসপাতালে। কিন্তু ডোম হরেন্দ্র শীল ওই যুবককে দেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়। এবং তাকে বারবার ফোন করা হলেও জিবি হাসপাতালে আসেননি অভিযুক্ত ডোম বলে অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখন দেখার বিষয় হাসপাতালের দায়িত্বে থাকা উচ্চ আধিকারিকরা ডোম হরেন্দ্র শীলের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। আরো জানা যায় এভাবে নাকি বহু মানুষ প্রতিদিন জিবি হাসপাতালে প্রতারিত হচ্ছে। হাসপাতালের উপর মহল পর্যন্ত এ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। কিন্তু দালাল চক্রের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। সুতরাং এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আগামী দিনে যদি কোন পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে দালাল চক্র এভাবে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে পকেট কাটবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য