স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : ২০২২-২৩ অর্থবর্ষে ৪২ হাজারের উপর ইউনিট রক্তদান করেছেন মানুষ। রাজ্যে প্রথম এতো মানুষ রক্তদানে এগিয়ে এসেছে। রবিবার রাজধানীতে এক রক্তদান শিবিরে একথা বললেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এদিন ত্রিপুরা কৃষি স্নাতক এসোসিয়েশনের ৫২ তম বার্ষিক সাধারণ সভা ও রক্তদান শিবির হয় নজরুল কলাক্ষেত্রে। এতে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সহ সংগঠনের কর্মকর্তারা। শিবিরে বেশ উৎসাহ নিয়ে পুরুষ ও মহিলা কর্মচারীরা রক্ত দেন।
অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির যে স্বপ্ন এতে রাজ্যের কর্মচারী মহলও যুক্ত হচ্ছে। তিনি দাবি করেন, আগে রক্ত নষ্ট হতো। এখন আর রাজ্যে রক্ত নষ্ট হয় না। মানুষের দেহে যাচ্ছে, কাজে লাগছে। এটাই পরিবর্তন। এগিয়ে আসছেন মহিলারাও রক্তদান শিবিরে। এদিন মন্ত্রী রতন লাল নাথের কথায় উঠে আসে প্রধানমন্ত্রীর ১০০ তম মন কি বাতের কথাও। তিনি বলেন, দূরকে কাছে টেনে আনার একান্ত ইচ্ছাই প্রধানমন্ত্রীর মন কি বাতের মূল উদ্দেশ্য।