স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : ১৯৮২ সালে ৩০ শে এপ্রিল কলকাতায় বিজন সেতুতে দুষ্কৃতিকারীরা আনন্দমার্গের ১৭ জন সন্ন্যাসীকে নৃশংসভাবে হত্যা করেছিল। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দ্বারা নিরপেক্ষ বিচারের দাবিতে রবিবার এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলের পর উদ্যোক্তারা জানান, ৪১ বছর আগে কলকাতা বিজন সেতুতে আনন্দমার্গের সন্ন্যাসীদের হত্যা করেছিল সিপিআইএমের দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে আনন্দমার্গ স্কুল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। মিছিলে শেষে নিহিত সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা অনুষ্ঠিত হয়। আরো জানান ৪১ বছরে দুষ্কৃতীদের পাপের সাজা হয় নি। তাই পাপের সাজা দেওয়ার জন্য দাবি তোলা হয়েছে বলে জানান তারা।