স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : অপর মহিলার হাত ধরে পালিয়ে গেল দুই সন্তানের পিতা। সুষ্ঠু বিচারের দাবিতে অভিযুক্ত মিহির কান্তি দেবের স্ত্রী মহিলা কমিশনের চেয়ারপার্সনের ধর্মনগর বাড়ির সামনে ধর্নায় বসেন। জানা যায়, রাজ্য মহিলা কমিশনার বর্ণালী গোস্বামীর সাথে বিভিন্ন কাজে সমর্থক হিসেবে কাজ করত মিহির কান্তি দেব। তার স্ত্রীর নাম পপি গগৈ দেব।
পরিবারে দুই ছেলে রয়েছে। অভিযুক্ত স্বামী চুমকি নামে গৃহবধূর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকেই গত কয়েক বছর ধরে মিহিরের সংসারিক অশান্তি বাড়তে থাকে তাদের পরিবারের। এ নিয়ে পপি গগৈ দেব একবার বর্ণালী গোস্বামীর কাছে তার অভিযোগ জানায়। বর্ণালী গোস্বামী তা নিয়ে থানায় মামলা করতে পরামর্শ দেন। এদিকে গত ৪ এপ্রিল মিহির কান্তি দেব চুমকি দেবনাথকে নিয়ে পালিয়ে যায়। এখনো তাদের কোন খোঁজ খবর নেই। এদিকে পপি গগৈ দেবের সংসার চালানো নিয়ে বিপাকে পড়েন। তাই বিচারের আশায় শনিবার মহিলা কমিশনার বর্ণালী গোস্বামীর বাড়ির সামনে ধর্নায় বসে পপি গগৈ দেব। খবর পেয়ে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। পুলিশের আশ্বাস পেয়ে অসহায় গৃহবধূ ধর্না থেকে উঠেন।