Monday, May 26, 2025
বাড়িরাজ্যস্কুল ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার দেশি মদ

স্কুল ছাত্রের ব্যাগ থেকে উদ্ধার দেশি মদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : সোনামুড়া থানার অন্তর্গত কাঠালিয়া ব্লকের রবীন্দ্রনগর নমঃপাড়া এলাকা নেশার আখড়া হয়ে উঠেছে। পুলিশের পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এলাকাকে নেশা মুক্ত করতে ময়দানে নেমেছে প্রমীলা বাহিনী। প্রমীলা বাহিনীর অভিযানে এদিন ১২ বছরের শিশু স্কুল ব্যাগ থেকে দেশি মদ উদ্ধার হয়। সাথে সাথে তাকে আটক করা হলে একদল দুষ্কৃতী প্রমীলা বাহিনীকে তাড়া করে। অভিযুক্তদের মধ্যে অন্যতম মনু নামে এক ব্যক্তি রয়েছে।

 তার নেতৃত্বে এলাকায় হচ্ছে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ। তবে বেআইনিভাবে আটক হওয়া দেশি মদগুলি নিয়ে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে প্রশাসনের উদ্দেশ্যে দাবি জানান যাতে এলাকায় মদ বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। কারণ বেআইনি কার্যকলাপ বাড়ছে। এবং আটক মদগুলি উদ্ধার করে ১২ বছরের শিশু থেকে স্কুলে পাঠিয়ে দেয় মহিলারা। মহিলারা এদিন সতর্ক করে দেন যদি এলাকায় এ ধরনের নেশার রমরমা বন্ধ না হয় তাহলে তারা আগামীদিনে বিক্ষোভে সামিল হবে। এখন দেখার বিষয় স্থানীয় থানার পুলিশের কুম্ভ নিদ্রা ভাঙ্গে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!