Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যরেল এবং উড়ান পরিষেবা নিয়ে প্রদেশ কংগ্রেসের দাবি সরকারের কাছে

রেল এবং উড়ান পরিষেবা নিয়ে প্রদেশ কংগ্রেসের দাবি সরকারের কাছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফলাফল করার লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছে কংগ্রেস। মে মাসের প্রথম সপ্তাহেই সমস্ত ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেসের পদাধিকারীদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রদেশ কংগ্রেস। বৈঠক থেকেই রাজ্যের সর্বত্র কংগ্রেসের সংগঠন শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হবে। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।

এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বিগত বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে আসন সমঝোতা করে সরকার গঠন করতে না পারলেও আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জাতীয় দল হিসেবে কংগ্রেস দল ভালো ফলাফল করতে চায়। সেই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে কংগ্রেস। তিনি অভিযোগ করেন বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের সর্বত্র কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের উপর সন্ত্রাস অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বহু মানুষ এখনো বাড়ি ঘরে ফিরে যেতে পারছেন না। আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কমিটির সভাপতি আরও দাবি জানান প্রত্যেক জেলা হেডকোয়ার্টার এবং মহকুমা হেডকোয়ার্টারে দ্বিতীয় রেল লাইন স্থাপন করা। কারণ যেহেতু সাব্রুমে ইন্দো-বাংলার ব্যবসার কেন্দ্রবিন্দু হচ্ছে, সেখানে যোগাযোগের যদি আরো সুযোগ করা যায় তাহলে রাজ্যের মানুষের জন্য আরও বেশি উন্নয়ন হবে। পাশাপাশি ধর্মনগরে রেল ডিভিশন করার জন্য।

এবং এই দাবি উত্থাপন করে আগামী ৭ মে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধি নিয়ে গোহাটি অভিযান করা হবে। ৮ মে এন এফ রেলওয়ের হেডকোয়ার্টার মালিগাঁও -র জেনারেল ম্যানেজারের সাথে ডেপুটেশনে মিলিত হবে এক প্রতিনিধি দল। শ্রী সিনহা আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো দাবি তুলেন কৈলাসহর বিমানবন্দরের রানওয়ে সংস্কার করা। দ্রুত কৈলাসহর বিমানবন্দর চালু করার জন্য। আর এই বিমানবন্দরটি চালু হলে উত্তর জেলার মানুষ যেমন উপকৃত হবে একইভাবে আসামের মানুষ ও উপকৃত হবে। আরো বলেন ঊনকোটিতে বছরে বহু পর্যটক আসে। তাদের সুবিধা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য