আগরতলা, ২৭ এপ্রিল (হি. স.) : ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি গোমতী জেলায় অমরপুর ও করবুক মহকুমায় রিয়াং শরণার্থী পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করবেন। তাঁর ওই সফর ঘিরে প্রশাসনে দৌড়ঝাপ শুরু হয়েছে। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু ওই দুইটি পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন এবং সেখানে আপ-স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা ওই দুইটি পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে যাবেন।
সম্ভবত, আগামী ৮ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ত্রিপুরা সফরে আসবেন। মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের ত্রিপুরার বিভিন্ন স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তেমনি, গোমতী জেলায় অমরপুর মহকুমায় পশ্চিম কালঝাড়ি এবং করবুক মহকুমায় শিলছড়াতে দুইটি রিয়াং পুনর্বাসন কেন্দ্র রয়েছে। জানা গেছে, রিয়াং শরণার্থীদের পশ্চিম কালঝাড়িতে ৪৩৯ পরিবার এবং শিলছড়া পুনর্বাসন কেন্দ্রে ২৬৪ পরিবার রয়েছে। সেখানে তাঁদের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দেখা করবেন এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেবেন। ইতিমধ্যে পাহাড় কেটে হেলিপ্যাড তৈরির কাজ জোরকদমে শুরু হয়েছে।