Friday, March 29, 2024
বাড়িরাজ্যত্রিপুরায় করোনা-আক্রান্ত আরও তিন, সুস্থ এক, সক্রিয় রোগী ১৭

ত্রিপুরায় করোনা-আক্রান্ত আরও তিন, সুস্থ এক, সক্রিয় রোগী ১৭

আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : ধীর লয়ে হলেও ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ থেমে নেই। প্রতিদিন আক্রান্তের খোঁজ মিলছে। অবশ্য করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধি হয়েছে। তাই সংক্রমিতের সন্ধানও মিলছে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ৩ জন করোনায় আক্রান্তের খোঁজ মিলেছে। তেমনি একজন ওই রোগ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। ফলে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৬ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৮৮৮ জনকে নিয়ে মোট ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ০.৩৪ শতাংশ। এদিকে, একজন সুস্থও হয়েছেন। ফলে বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৭ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১,০৮,০৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১,০৭,০৩৯ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৫ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতি এবং উনকোটি জেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি পাঁচ জেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য