Friday, June 9, 2023
বাড়িরাজ্যশিল্প নগরী পরিদর্শনে গেলেন মন্ত্রী সান্তনা চাকমা

শিল্প নগরী পরিদর্শনে গেলেন মন্ত্রী সান্তনা চাকমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : বুধবার বোধজংনগর শিল্প নগরী পরিদর্শনে যান মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি ঘুরে দেখেন বাঁশ শিল্প উৎপাদন কারখানা। এবং কথা বলেন দায়িত্বে থাকা কর্মীদের সাথে। কর্মীদের সাথে কথা বলে বাঁশবেত উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে অবগত হন মন্ত্রী।

 পরবর্তী সময়ে মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগামী দিনে আরো কিভাবে বাঁশ শিল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কথা হয়েছে। বাঁশ জাত শিল্পের উৎপাদন, প্লাস্টিক যেগুলি ব্যবহারের অযোগ্য সেগুলিকে কিভাবে ব্যবহারের যোগ্য করা যায়, আরও শিল্পের উন্নয়ন, রাজ্যকে আত্মনির্ভর করার লক্ষ্যেই চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী সান্ত্বনা চাকমা। সেখানে কর্মসংস্থানের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে ছেলে- মেয়েদের।   রাজ্যের অন্যতম শিল্প তালুক বোধজংনগর। অভিযোগ পূর্বতন বাম সরকারের সময়ে এই শিল্প নগরী ডুবতে বসেছিল। বাইরের শিল্পপতিরা সেখানে কারখানা খুললেও অনেকেই চলে যান। অভিযোগ সেখানে ছিল পূর্বতন সরকারের সময়ে মাফিয়াদের উৎপাত। শিল্প নগরী রীতিমতো মাফিয়া তৈরির কারখানা ছিল বলে অভিযোগ বর্তমান টি আই ডি সির চেয়ারম্যানের।  ২০১৮ সালের পর থেকে ধীরে ধীরে এসব দূরে সরিয়ে নতুন ভাবে পথচলা শুরু করে এই শিল্প নগরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য