স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : মঙ্গলবার উদয়পুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা পলাশ দাশের বাড়িতে আনুমানিক ভোর তিনটায় আগুন দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কিন্তু আগুনের তীব্রতা এতই বেশি ছিল ঘটনাস্থলে দম করলে একাধিক ইঞ্জিন পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
অগ্নিকান্ডের ঘটনায় পলাশ দাশের নিজের ও ভারাটিয়ার ঘর মিলিয়ে দশটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি। এদিকে দমকল কর্মীরা জানায়, আগুন সূএপাত হয়ত একটি পাখির ঘর থেকে হতে পারে। তবে তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে বলে জানায় কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়টা তদন্ত করার জন্য।