স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : সোমবার রাতে কমলপুরের বাজারে তিন দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর মধ্যে রয়েছে একটি মিষ্টির দোকান, মুদির দোকান এবং অপরটি হোমিওপ্যাথি ফার্মেসি। মিষ্টির দোকানে দুই তালা ভেঙ্গে নগদ অর্থ নিয়ে যায়।
মিষ্টির দোকানের মালিকের নাম সিদ্ধান পাল। মুদির দোকানের মালিকের নাম নিপু পাল। মুদির দোকান থেকে কিছু সিগারেট বান্ডিল এবং নগদ অর্থ রাশি নিয়ে গেছে চোরের দল। হোমিওপ্যাথিক দোকানের মালিকের নাম দেবব্রত দেবনাথ। হোমিওপ্যাথিক দোকান থেকে নগদ অর্থ এবং কিছু দোকানের কাগজ নিয়ে গেছে চোরেরা। পরের দিন সকাল বেলা বিষয়টি কর্তব্য করতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে কমলপুর থানার পুলিশ। সিসি ক্যামেরায় চুরির ঘটনা দেখে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ব্যবসায়িরা আতঙ্কে ভুগছে।