স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : আগরতলা ডিড রাইটার্স এসোসিয়েশনের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাজ্যের নতুন সরকারকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
আগরতলা কোর্ট চত্বরে থাকা আগরতলা ডিড রাইটার্স এসোসিয়েসানের অফিসে এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন আগে ভুয়া দলিল করা যেত। বর্তমানে ভুয়া দলিল করার কোন সুযোগ নেই। বর্তমানে জায়গার মালিক নিজের ঘরে বসে নিজের জায়গার ভেলু জানতে পারে। এইটা হচ্ছে স্বচ্ছতা। পাশাপাশি মন্ত্রী রতন লাল নাথ বলেন রক্তদানের বিকল্প নেই।
নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে পেট্রোল ডিজেল ছাড়াও গারি চালানো যায়। কিন্তু রক্ত কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় না। রক্তের কোন বিকল্প নেই। মানব দেহে একটা নির্দিষ্ট সময় পর পর রক্ত নষ্ট হয়ে যায়। তাই সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।