Friday, March 21, 2025
বাড়িরাজ্যছেলের হাত থেকে প্রানে বাঁচতে চায় জন্মদাতা মা বাবা

ছেলের হাত থেকে প্রানে বাঁচতে চায় জন্মদাতা মা বাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : নেশাগ্রস্ত ছেলেকে জেলে পাঠাতে মাঝরাতে থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হলো অসহায় মা-বাবা। ঘটনা উদয়পুর আর কে পুর থানায়। জানা যায়, উদয়পুর মহকুমা এক নম্বর ফুলকুমারী এলাকার বাসিন্দা তপন নাগ, তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সংসার। তপন নাগ পেশায় একজন অটো চালক।

 প্রতিদিন অটো চালিয়ে যা রোজগার হয় তা দিয়ে সংসার প্রতিপালন করে আসছে। এর মধ্যে বড় ছেলে পঙ্কজ নেশায় অশক্ত হয়ে উৎশঋঙ্খল হয়ে পড়ে। বহু চেষ্টা করেও নেশার করাল গ্রাস থেকে ছিনিয়ে আনতে পারে নি পরিবারের লোকজন। পরবর্তী সময়ে পঙ্কজ নেশার টাকা না দিলে পরিবারের অজান্তেই বাড়ি ঘরের জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে। সোমবার রাতে পঙ্কজ তার মা শিপ্রা বড়ুয়াকে প্রচন্ড মারধোর করে। রাতেই রাধাকিশোরপুর থানায় ছুটে যায় অসহায় মা ও বাবা। তাদের দাবি ছেলে কে কয়েক মাসের জন্য জেলে পাঠিয়ে নেশা ছাড়ানোর জন্য। নতুবা ছেলের হাতে প্রাননাশের আশঙ্কা করছেন মা ও বাবা। এ ধরনের ঘটনা বিরল হলেও এটাই বাস্তব। নেশা কড়াল গ্রাস থেকে অসহায় মা বাবা নিজেও প্রানে বাঁচতে চাইছে আবার ছেলেকে বাঁচাতে চাইছে। তাই একমাত্র পথ ছেলেকে জেলে ভরে দেওয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য