Friday, March 29, 2024
বাড়িরাজ্য২০২৭ সালের মধ্যে ত্রিপুরায় ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্য নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

২০২৭ সালের মধ্যে ত্রিপুরায় ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্য নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : ২০২৭ সালের মধ্যে রাজ্যে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা সরকার।দিল্লিতে এশিয়া প্যাসিফিক নেতাদের কনক্লেভে যোগ দিয়ে দৃঢ় প্রত্যয়ের সুরে বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যালেরিয়ার প্রকোপে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু এখন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নত পরিষেবার ফলে ম্যালেরিয়ায় সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হয়েছে।

এদিন তিনি উদ্বেগের সুরে বলেন, ২০১৪ সালে ত্রিপুরায় ম্যালেরিয়া ভয়াবহ আকার ধারণ করেছিল। ওই বছর ৫১ হাজার ২৪০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছিল। তেমনি ২০১৬ সালে ৩২ হাজার ৫২০ জন ওই রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু ২০২২ সালে সংক্রমণের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে। ওই বছর ১২ হাজার ৭৭১ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু একজনও মারা যাননি, বলেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, লার্ভিসাইডাল ফিশ এবং টেমেফস স্প্রে ব্যবহারে ওই রোগের প্রকোপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মুখ্যমন্ত্রী জানান, ভারত সরকারের সর্বাত্মক সমর্থন, জাতীয় ভেক্টর বার্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমে গ্লোবাল ফান্ড, আইসিএমআর-এর মতো সমস্ত বৈজ্ঞানিক সংস্থার প্রযুক্তিগত সহায়তায় ত্রিপুরা এখন ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছে। তাঁর দাবি, বর্তমানে ত্রিপুরায় প্রতি ১০০০ জনে ৩ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন এবং সুস্থতার হার প্রায় ১০০ শতাংশ। তিনি দৃঢ়তার সাথে জানান, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের মাধ্যমে ত্রিপুরা এখন ম্যালেরিয়া নির্মূল করার অবস্থানে রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য