স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : গভীর জঙ্গল থেকে উদ্ধার দেশি বন্দুক। ঘটনা তেলিয়ামুরা থানাধীন ব্রহ্মছড়ার গভীর জঙ্গলে।জানা যায় রবিবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়ার বালুছড়া এলাকার একটি গভীর জঙ্গলে এলাকাবাসী যখন লাকড়ি সংগ্রহ করতে যায় তাদের নজরে আসে একটি দেশি বন্দুক জঙ্গলে মাটিতে পড়ে রয়েছে।
খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে উদ্ধার করে দেশি বন্দুকটি থানায় নিয়ে আসে পুলিশ। এই বিষয়ে পুলিশ জানায় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে জঙ্গল থেকে দেশি বন্দুকটি উদ্ধার করা হয়েছে।
তবে পুলিশের ধারণা বন্দুকটি শিকার করার জন্য নিয়ে এসেছিল জঙ্গলে। পরবর্তী সময়ে মানুষজনকে দেখে হয়তো বন্দুকটি ফেলে পালিয়ে গেছে শিকারি। এ বিষয়ে বর্তমানে তদন্ত করছে পুলিশ। তবে যারাই বন্দুকটি বেআইনিভাবে বহন করে জঙ্গলে নিয়ে এসেছে তাকে জালে তুলতে পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। স্থানীয়দের পক্ষ থেকেও দাবি উঠেছে দ্রুত বন্দুক বহনকারীকে জালে তোলার জন্য। কারণ জঙ্গল থেকে এভাবে বন্দুক উদ্ধারের ঘটনা রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে বন্দুকটি কোন একটি বেআইনি কার্যকলাপ করার জন্যই আনা হয়েছে বলে মনে করছে সচেতন মহল।