Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যগাড়ির ধাক্কায় দুর্ঘটনায় আহত ৫

গাড়ির ধাক্কায় দুর্ঘটনায় আহত ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : শহরে সন্ধ্যা নামতে স্মার্ট সিটি চলে যায় উর্মাদ বাহিনীর হাতে। থানায় কুম্ভ নিদ্রায় থাকে পুলিশ প্রশাসন। শহরে আটটি থানা ও পুলিশ ফাঁড়ি থাকলেও নাকা পয়েন্ট নেই। নেই মোড়ে মোড়ে পুলিশ। নেই পুলিশ পেট্রোলিং। নেশাগ্রস্ত হয়ে উঠতি বয়সে ছেলেরা বাইক স্কুটি সহ বিলাসবহুল গাড়ি নিয়ে শহরে শুরু করে দৌড়ঝাঁপ।

 তাদের রুখতে এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ প্রশাসন পুরোপুরি ভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে। যার ফলে শহরে প্রতিদিন সন্ধ্যার পর থেকে শহরে বাঁড়ছে যান দুর্ঘটনা। আহত হচ্ছে পথচারীরা। জেলা এবং সদর মহকুমা পুলিশ প্রশাসন এ বিষয়ে কোন নজর নেই। শনিবার রাতের বেলা কর্নেল চৌমুহনী এলাকায় বেপরোয়া এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত তিন জন। এদের মধ্যে এক ডেলিভারী বয়ের আঘাত গুরুতর। আহত ডেলিভারী বয়ের নাম রনজিৎ ঘোষ। বাড়ি আমতলী সুকান্তপল্লী এলাকায়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও কর্নেল চৌমুহনির বাসিন্দা পবিত্র চক্রবর্তীর আঘাত গুরুতর হওয়ায় জিবিতে চিকিৎসাধীন। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ স্কুটিটি উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয়। পুলিশ জানায় সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটিকে সনাক্ত করা হচ্ছে। এদিনের গাড়ির ধাক্কায় মোট ৫ জন আহত হয়। দ্রুত গতির কারনে এই দুর্ঘটনা ঘটে আহতদের বক্তব্য। তবে পুলিশ প্রশাসন যদি সক্রিয় ভূমিকা পালন করতে উদ্যোগ না নেয় তাহলে এ ধরনের ঘটনার জন্য দায় এড়াতে পারবে না বলে মনে করছে শহরবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য