Friday, March 29, 2024
বাড়িরাজ্যজেলা হাসপাতালের সামনে অন্ধকার, নিরাপত্তাহীনতায় ভুগছে রোগীর পরিজন

জেলা হাসপাতালের সামনে অন্ধকার, নিরাপত্তাহীনতায় ভুগছে রোগীর পরিজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর সংকল্প নেওয়া হলেও রাস্তা অন্ধকার। যার দরুন রাতের আঁধারে পর্যাপ্ত বিদ্যুতিক আলোর অভাবে ঔষুধ কিনতে যেতে রোগীর পরিজনরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতাল থেকে অনেকটা দূরে রয়েছে জীবন দায়ী ঔষুধের দোকানগুলো। অভিযোগ হাসপাতাল থেকে রোগীর পরিজনরা রাতে যখন ঔষুধ নিতে আসেন হাসপাতালে সামনে রাস্তার দুপাশে নেই কোন বিদ্যুতের লাইটের ব্যবস্থা।

যার ফলে রোগীর পরিজনরা অন্ধকারের মধ্যেই ঔষুধ কিনতে আসতে হয়। অভিযোগ নির্বাচন চলাকালীন সময়ে জেলা হাসপাতালের সামনে অন্ধকার রাস্তার মধ্যে দুপাশ থেকে বিশাল লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছিল, নির্বাচন শেষ হতেই সেই লাইটগুলোও আর জ্বলছে না। প্রতিনিয়ত রোগীর পরিজনরা নিরাপত্তাহীনতায় অন্ধকারের মধ্যে ঔষুধ ক্রয় করতে আসছেন গভীর রাতে। অথচ এই জেলা হাসপাতাল থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে টেপানিয়া আর ডি ব্লক। ব্লক কর্তৃপক্ষ চাইলেই সৌড়শক্তি চালিত লাইটের মাধ্যমেও তীব্র অন্ধকার রাস্তাটিকে আলোকিত করতে পারে। কিন্তু নেই কারোর কোন ভ্রুক্ষেপ। এ বিষয়ে এক রোগীর পরিজন জানান, মহিলাদের জন্য রাতে অন্ধকারে ওষুধ নিতে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই দাবি জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যাতে রাস্তায় আলোর ব্যবস্থা করা হয়। নাহলে এর দায় এড়াতে পারবে না প্রশাসন। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি ব্যবস্থা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য