স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ এপ্রিল : নেশা বিরোধী অভিযানে গ্রেপ্তার অমরপুর বি এম এস -এর প্রাক্তন সভাপতি পিন্টু রঞ্জন দাস সহ আরো এক যুবক। তাদের হাসপাতাল চৌমুহনী এলাকা থেকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয় প্রায় ৩৯ টি ব্রাউন সুগারের কোটা। জানা যায়, রবিবার হাসপাতাল চৌমুহনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করেছে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ৩৯ টি ব্রাউন সুগার কোটা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী একটি মামলা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। পুলিশ আরো জানায় আগাম খবর ছিল দীর্ঘ কয়েক দিন যাবত এলাকায় বেশ কয়েকজন যুবক বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করছে। সেই মোতাবেক রবিবার অভিযান চালিয়ে পুলিশের এই সাফল্য পায়। গ্রেপ্তার হওয়া দুই যুবকের মধ্যে একজন অমরপুর বি এম এস -এর প্রাক্তন সভাপতি পিন্টু রঞ্জন দাস। সম্প্রীতি তিন মাস এ ধরনের মামলায় জেল বাস করে এসেছেন। অপরজন টাউন শংকর পল্লীর বাসিন্দা মিঠুন দাস।