স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : গত কয়েকদিন প্রচন্ড দাবদাহের পর শহর জুড়ে স্বস্তির বৃষ্টি হয় শুক্রবার। এদিন বিকাল গড়াতেই আকাশ কালো করে আসে। শুরু হয় ঝড়ো হাওয়া। এতেই আশায় বুক বাঁধতে শুরু সকলে।
এরপর ঝড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে শহরবাসী। একলাফে অনেকটাই কমল পারদ। রাজ্যের বেশ কিছু স্থানে শিলা বৃষ্টির খবর। খোয়াই, কল্যাণপুর, কমলপুরে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। গত কয়েকদিন রাজ্য জুরে হাঁসফাঁস গরমে নাজেহাল ছিল সাধারন মানুষ। এদিনের বৃষ্টিতে স্বস্তি সর্বত্র।