Friday, March 21, 2025
বাড়িরাজ্যআগুনে পুড়ে ছাই পোল্ট্রি ফার্ম

আগুনে পুড়ে ছাই পোল্ট্রি ফার্ম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : বৃহস্পতিবার সন্ধ্যায় গন্ডাছড়া মহকুমার উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হরিপুর গ্রামের ব্লক টিলার বাসিন্দা সুভাষ রায়ের পোল্ট্রি ফার্মে আচমকাই অগ্নি সংযোগ ঘটে। সুভাষ রায় পেশায় একজন দিনমজুর। দিনমজুরির পাশাপাশি তিনি বাড়ির পাশে একটি পোল্ট্রি ফার্ম করে পোল্ট্রি মোরগ পালন করতেন। এতে কোন রকমে সংসার চলতো তার। এই পোল্ট্রি ফার্মে আগুন দেখতে পেয়ে হত চকিত হয়ে পড়ে সবাই।

 আগুন নেভানোর জন্য ছুটে যায় বাড়ির লোকজনেরা। বাড়ির লোকজনের চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা। খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে নিয়ন্ত্রণে আনে আগুন। এই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা সময় লেগে যায়। আর সেই সময়ের মধ্যে প্রায় ৩০০ টি মোরগ পুড়ে ছাই। ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা হতে পারে। কয়েক সপ্তাহ আগে ঘরের চাল থেকে পড়ে গিয়ে সুভাষ রায়ের ডান পা ভেঙে যায়। এখন তিনি প্রায় ঘরবন্দী। নাশকতার আগুনে পোল্ট্রি ফার্মটি পুড়ে যাওয়ায় সুভাষ রায়ের পরিবার এখন প্রায় সর্বহারা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য