স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়ল ১০০ বছরের পুরানো বট বৃক্ষ। ক্ষতিগ্রস্ত দুর্গামন্দির। জানা যায় বৃহস্পতিবার রাতে আচমকা ঝোড়ো হাওয়ায় তেলিয়ামুড়া পুরপরিষদের অন্তর্ভুক্ত ১২ নং ওয়ার্ড এর অধীন গৌরাঙ্গটিলা দুর্গা মন্দিরস্থীত ১০০ বছরের পুরানো বটবৃক্ষ উপরে পড়ার ফলে দুর্গা মন্দির , অঙ্গওয়াড়ী কেন্দ্রটির পুরো অংশ ভেঙ্গে যায়।
শুক্রবার সকালে গাছের বড় ডালা ভেঙ্গে পাশের এক বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে যান তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার সহ অন্যান্যরা। দ্রুত গাছ সরানোর উদ্যোগ গ্রহন করা হয়। সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন্দপ্তরের কর্মীরাও। উভয়ের সহযোগিতায় গাছ সরানোর কাজ চলে বলে জানান তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে সহযোগিতা করার আশ্বাস দেন ।