স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ এপ্রিল : মান্তু সরকারের উপর প্রানঘাতী আক্রমণের জন্য চার জনকে বৃহস্পতিবার সকালে গ্ৰেপ্তার করতে সক্ষম হয় বিলোনিয়া থানার পুলিশ। এদিন দুপুরে অভিযুক্ত চারজনকে বিলোনিয়া আদালতে প্রেরণ করে পুলিশ।
আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা সেরে গত বুধবার বিলোনিয়া থানাধীন চিত্তামারা থৈছামা এলাকায় বাবুরাম টিলা নিজ বাসভবনে আসে মান্তু সরকার। বৃহস্পতিবার সকালে আক্রান্ত মান্তু সরকার হামলাকারী চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিলোনিয়া থানাতে। বিলোনিয়া থানাতে যার মামলা নম্বর ২৫/২০২৩। এই মামলার পরিপ্রেক্ষিতে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ গ্ৰেপ্তার করে রাজেন্দ্র দাস, রাজু ত্রিপুরা, পর্ব ত্রিপুরা, সুজিত ত্রিপুরা নামে হামলার অভিযোগে অভিযুক্ত চারজনকে। অভিযুক্তদের থৈছামা এলাকার নিজ বাড়ি থেকে গ্ৰেপ্তার করা হয়। অভিযোগ ৬ এপ্রিল চিত্তামারা থৈছামা এলাকার বনন্ত পাড়া রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় মান্তু সরকার উদ্ধার হয়।
পথচলতি জনগণ দেখতে পেয়ে খবর দেয় বিলোনিয়া দমকল কর্মীদের। খবর পেয়ে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে থৈছামা রাস্তার পাশে পরে থাকা মান্তু সরকারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় মান্তুকে বিলোনিয়া হাসপাতালে থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন।আহত মান্তুর দাবি পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করার জন্য।