স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : ২০২২ টেট পরিক্ষার্থীরা প্রশ্নপত্রের ভুল ত্রুটির অভিযোগ তুলে দারস্থ হয়েছিল টিআরবিটির কন্ট্রোলারের। কিন্তু এখন টিআরবিটির কন্ট্রোলার পরীক্ষার্থীদের তোলা অভিযোগ টেনে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ২০-৩০ জন পরীক্ষার্থী বারবার উনার অফিসে যাচ্ছেন। এই পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন।
বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন ২০২২ -টেট পরীক্ষার্থীরা। তারা জানান, পরীক্ষা সম্পন্ন হওয়ার পর থেকে এই ভুল ত্রুটিগুলি নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তরের কন্ট্রোলারের দারস্থ হয়েছেন। কিন্তু তিনি একবারের জন্য পরীক্ষার্থীদের তোলা অভিযোগ পর্যালোচনা করেন নি। এবং পরীক্ষার্থীদের সাথে কথা বলেননি। তাই দাবি জানানো হচ্ছে গোটা প্রশ্নপত্র যাতে সঠিকভাবে পর্যালোচনা করে যে ভুল ত্রুটিগুলি রয়েছে তার স্টারমার্ক দেওয়া হয়। এর পাশাপাশি কন্ট্রোলার কে চ্যালেঞ্জ করে বলেন আগামী বৃহস্পতিবার তারা সমস্ত পরীক্ষার্থী টিআরবিটি অফিসে বিক্ষোভ দেখাতে যাবেন। তখন যাতে কন্ট্রোলার তাদের স্পষ্টিকরণ দেন। পাশাপাশি তারা ক্ষোভ প্রকাশ করে বলেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী সহ মহাকরণে পর্যন্ত চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কারো সাথে দেখা করার সুযোগ পায়নি তারা।