স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : গত ১৩ এপ্রিল শকুন্তলা রোড স্থিত হস্ত তাঁত, হস্ত কারু এবং রেশন শিল্প দপ্তরের অধীনে থাকা হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার চোখ চড়ক গাছ হয়েছিল। সাথে সাথেই দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মার্কেটে চেহারা বদলে মানুষের সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করার জন্য।
কারণ গোটা কমপ্লেক্স জুড়ে ছিল নোংরা আবর্জনার স্তূপ। কর্মীদের রয়েছে গাফিলতি। এই ক্ষেত্রে মন্ত্রী বিকাশ দেববর্মা দপ্তরের আধিকারিকদের কড়া বার্তা দিয়েছিলেন আগামী এক সপ্তাহের মধ্যে গোটা কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তিনি ফের আসবেন বলে জানিয়ে ছিলেন । সময়ের মধ্যে কমপ্লেক্সটি পরিষ্কার করা না হলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে ছিলেন তিনি। মানুষ দোকান দিতে পারে না। অথচ এই মার্কেটিং কমপ্লেক্স বহু দোকান বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তা নিয়েও উস্মা প্রকাশ করেন তিনি। চেয়ারম্যানের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসার কথা জানান। দোকান গুলি শীঘ্রই ব্যবসার জন্য বন্টন করা হবে বলেও জানিয়ে ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এরপর সোমবার শকুন্তলা মার্কেটস্থিত হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্স পরিদর্শনে ফের যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সঙ্গে ছিলেন হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্ট কর্পোরেশনের চেয়ারম্যান বলাই গোস্বামী, দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা সহ অন্যান্যরা। গোটা মার্কেটিং কমপ্লেক্স ফের পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রয়োজনীয় নির্দেশ দেন সচিব সহ আধিকারিকদের। মন্ত্রী বিকাশ দেববর্মা জানান তিন দিন আগে এই মার্কেটিং কমপ্লেক্স পরিদর্শন করে বেশ কিছু অনিয়ম নজরে এসেছিল। আবর্জনার স্তূপ ছিল। যা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আগামী দিনে মার্কেটিং কমপ্লেক্সকে মাল্টিপ্লেক্স বিল্ডিং-এ রুপান্তরিত করা হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা। কোন ধরনের ঘটনা যাতে না ঘটে তাঁর জন্য থাকবে নৈশ প্রহরী। এই হ্যান্ডলুম মার্কেটিং কমপ্লেক্সটিকে অত্যাধুনিক ভাবে সাজিয়ে তোলা হলে আগামী দিনে তার চেহারা পাল্টে যাবে । আদায় হবে রাজস্ব। ব্যবসা করার সুযোগ পাবেন অনেকেই। ঘটবে কর্মসংস্থানের সুযোগ এই অভিমত অভিজ্ঞ মহলের।