Sunday, May 28, 2023
বাড়িরাজ্যসপ্তম শ্রেণীর ছাত্রীর উপর নারকীয় পাশবিক লালসার মেটানোর দায়ে আটক নাবালক

সপ্তম শ্রেণীর ছাত্রীর উপর নারকীয় পাশবিক লালসার মেটানোর দায়ে আটক নাবালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : এবার এক নাবলক কর্তৃক এক নাবালিকা ধর্ষিতা হয়। পুলিশ এই ধর্ষন কান্ডে নাবালককে আটক করে সোমবার দুপুরে আদালতে তুলে। ঘটনা কৈলাসহরের মহিলা থানার অন্তর্ভুক্ত গোলকপুর এডিসি ভিলেজের এন.সি পাড়া এলাকায়।

এই ঘটনা সম্পর্কে কৈলাসহর মহিলা থানার অফিসার তথা এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার ঊষা রানী দেবনাথ জানান যে, গোলকপুর এডিসি ভিলেজের নিশান চৌধুরী পাড়ার এক নাবলক তার পাশের বাড়ির এক নাবালিকাকে ফুসলিয়ে নিজ বাড়িতেই ধর্ষন করেছে বলে ধর্ষিতার বাবা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ সূত্রে জানা যায় যে, নাবালক এবং নাবালিকার মধ্যে আত্মীয়তার সম্পর্কও রয়েছে। নাবালক নিশান চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পাঠরত এবং নাবিলিকাও নিশান চৌধুরী পাড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পাঠরত। কৈলাসহর মহিলা থানার পুলিশ ধর্ষনের লিখিত অভিযোগ পাবার পর মমলাটি রেজিষ্ট্রি করে। মামলাটি রেজিস্ট্রি করে পুলিশ অভিযুক্ত নাবালককে সোমবার সকালে আটক করে সোমবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করে। অভিযুক্ত নাবালক পুলিশের জিজ্ঞাসাবাদে নাবালিকাকে ধর্ষন করেছে বলে স্বীকার করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য