Friday, March 29, 2024
বাড়িরাজ্য১৮ এবং ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল পরীক্ষা

১৮ এবং ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল পরীক্ষা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : তীব্র দাবদাহের উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকার আগামী ১৮ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৩ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেগুলি ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলি যথারীতি সেই তারিখে অনুষ্ঠিত হবে।

তাই পরীক্ষার্থীরা যাতে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করে তার জন্য সোমবার বিকেলে আহ্বান জানান ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা। তিনি জানান এ বিষয়টি পরীক্ষার্থী এবং অভিভাবক সহ বিদ্যালয় কর্তৃপক্ষকে অবগতি করা হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বিদ্যালয়গুলির পঠনপাঠন বন্ধ থাকলেও পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষা নির্দিষ্ট দিনক্ষণ অনুযায়ী হবে। ১৮ ফেব্রুয়ারি হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ভোকেশনাল বিষয় পরীক্ষা। রাজ্যের ১০৮ টি বিদ্যালয় হবে মাধ্যমিকের ভোকেশনাল পরিক্ষা। ১৯ এপ্রিল উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল বিষয় পরিক্ষা ২৩ টি স্কুলে হবে। পাশাপাশি সেইসব স্কুলগুলোর সেন্টার সেক্রেটারি ও সুপারভাইজারদের উদ্দেশ্যে পর্ষদ সভাপতি শ্রী সাহা প্রস্তুতি রাখার নির্দেশ দেন। সুতরাং পঠন পাঠন বন্ধ থাকলেও পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য