Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমতুয়াধর্ম মহাসংঘের রাজ্য সফর

মতুয়াধর্ম মহাসংঘের রাজ্য সফর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ এপ্রিল : রাজ্যে সাড়ে চার লক্ষ মানুষ রয়েছে মতুয়া সম্প্রদায়ের। তাদের একত্রিত করার জন্য গত ১১ এপ্রিল রাজ্যে আসেন মতুয়াধর্ম মহাসংঘের কেন্দ্রীয় নেতৃত্ব। নলছড়, ডাববাড়ি, আশারামবাড়ি, আমবাসা সহ বিভিন্ন জায়গায় যান তারা।

বাধারঘাটের বিধায়িকা মিনারানী সরকারের সঙ্গেও দেখা করেন। শিক্ষা আন্দোলনের বিকাশের জন্য তাদের রাজ্য সফর। ত্রিপুরা রাজ্য মতুয়াধর্ম মহাসংঘ উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মতুয়া ধর্ম মহাসংঘের আচার্য পুলক গোঁসাই। একই সঙ্গে একটি ফাউন্ডেশন গড়া হয়েছে। এই ফাউন্ডেশন দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াবে তাদের প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে বলে জানান মতুয়াধর্ম মহাসংঘের পক্ষে তপন দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য