Monday, March 17, 2025
বাড়িরাজ্যজলের সংকটে হাহাকার মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে

জলের সংকটে হাহাকার মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : দাবদাহ পরিস্থিতিতে জলের চরম সংকট সৃষ্টি হয়েছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে। জলে হাহাকারে মানুষ ব্যতিব্যস্ত হয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পানীয় জলের দাবি তুলছে।

কারণতেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে পানীয় জলের সমস্যা দিনের পর দিন বেড়ে চলছে। শুধুমাত্র পাহাড়ি জনপদ গুলোর মধ্যেই পানীয় জলের সমস্যার জন্য হাহাকার তৈরি হয়েছে এমনটা নয়, এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু সমতল জনপদেও মানুষ জলের সমস্যায় ভুগছেন। এরকমই একটি জনপদ হচ্ছে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বালুছড়া সহ বিস্তীর্ণ এলাকা। অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বালুছড়া সহ বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। অভিযোগ জল সরবরাহ বন্ধ আছে। ফলে জলের জন্য হাহাকার লেগেই আছে। স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের এই সমস্যা নিয়ে বহুবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। পানীয় জল ইস্যুতে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুছড়া এলাকা সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ বেজায় ক্ষুব্দ।

সংশ্লিষ্ট এলাকাটি রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা এলাকা। মন্ত্রীর বিধানসভা এলাকার সাধারণ মানুষরা প্রকাশ্যে দাবি করছেন প্রশাসনিক গাফিলতির কারণে দিনের পর দিন তাদের জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং এলাকার বিধায়ক তথা মন্ত্রী কি ভূমিকা গ্রহণ করেন। না হলে আগামী দিন আন্দোলনে নামতে বাধ্য ক্ষুদ্ধ এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য