Saturday, July 27, 2024
বাড়িরাজ্যসামাজিক মাধ্যমে স্ট্যাচুর অবস্থা দেখে পরিদর্শনে গেলেন চেয়ারপার্সন

সামাজিক মাধ্যমে স্ট্যাচুর অবস্থা দেখে পরিদর্শনে গেলেন চেয়ারপার্সন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : বাংলা নববর্ষের সকালে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় শহরবাসীর কাছে কথা দিলেন, সাংস্কৃতিক শহর কৈলাসহরের যেসমস্ত স্ট্যাচু রয়েছে সবগুলো স্ট্যাচু সংস্কার করা হবে। উল্লেখ্য, সাম্প্রতিক কালে কৈলাসহরের থানা রোড এলাকায় কবি সুকান্তের স্ট্যাচুটি দীর্ঘদিন ধরে রক্ষনাবেক্ষন না করার ফলে সামাজিক মাধ্যমে ভগ্নদশার ছবি ভাইরাল হয়।

সামাজিক মাধ্যমে স্ট্যাচুটির ভগ্নদশার ছবি ভাইরাল হবার পর এই খবরটি কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সনের নজরে আসে। তাই বাংলা নববর্ষের প্রথম দিনেই সকাল এগারোটা নাগাদ চেয়ারপার্সন চপলা দেবরায় থানা রোড এলাকায় অবস্থিত কবি সুকান্তের স্ট্যাচুটি পরিদর্শন করতে আসেন। দীর্ঘক্ষন স্ট্যাচুটি পরিদর্শন করার সময়ে স্ট্যাচুটির সামনে কিছু ঘাসও তোলে ফেলেন চেয়ারপার্সন নিজেই। পরিদর্শন শেষে চেয়ারপার্সন চপলা রানী দেবরায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কবি সুকান্তের স্ট্যাচুটি খারাপ অবস্থায় রয়েছে যে তিনি জানতেন না। সামাজিক মাধ্যমে এই ভগ্নদশার চিত্র দেখতে পেয়ে খুবই বিস্মিত হয়ে পড়েন। তিনি জানান, খুব শীঘ্রই পুর পরিষদের পক্ষ থেকে কবি সুকান্তের স্ট্যাচুটির কাজ করে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। এবং শুধু কবি সুকান্তের স্ট্যাচুই নয়, কৈলাসহর শহরে যেসব মনি ঋষিদের স্ট্যাচু রয়েছে সেই সবগুলো স্ট্যাচুই সংস্কার করে নতুনভাবে সাজিয়ে তোলা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য