স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : শনিবার বাংলা নববর্ষ। আর নববর্ষের এই দিনটিতে বাঙালিরা স্বাভাবিকভাবেই খাদ্য রসিক হয়ে ওঠে। মাছ মাংস সহ সেই সুস্বাদু খাদ্যের তালিকায় থাকে দুই আর মিষ্টি ও। বিলোনিয়া মহকুমার বনকর নদীর উত্তর পাড়ের বাসিন্দারা এদিন সকালে মা ত্রিপুরেশ্বরী মিষ্টান্ন ভান্ডার থেকে দুই আর মিষ্টি কিনে নিয়ে যান। কিন্তু কি দুর্ভাগ্য এই শুভ দিনে বিপত্তি। দুই আর মিষ্টি খেয়ে বিলোনিয়া মহকুমা হাসপাতালে ভর্তি হতে হবে তা হয়তো কারোর জানা ছিল না।
এই দুই আর মিষ্টি খেয়ে বিলোনিয়া মহকুমা হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে আট জনের। কয়েকজন আবার প্রাথমিক চিকিৎসার পর ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। বাড়িতেও অসুস্থ অবস্থায় রয়েছেন আরো ৪-৫ জন। দই খাওয়ার পর সঙ্গে সঙ্গেই নাকি বমি করতে শুরু হয়। এরকমই অভিযোগ অসুস্থ রোগীদের। অভিযোগ উঠেছে মা ত্রিপুরেশ্বরী মিষ্টান্ন ভান্ডারের মালিক তাপস দত্তের বিরুদ্ধে। দই এবং মিষ্টিতে বিষক্রিয়া ঘটেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে খাদ্যের গুণগত মান নিয়ে। খাদ্য দপ্তরের আধিকারিকরা যদি এই সমস্ত সুস্বাদু খাদ্যের গুণগত মান সময় মত পরীক্ষা-নিরীক্ষা করতেন তাহলে নববর্ষের মতো উৎসবের মুহূর্তে এভাবে কাউকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হত না।