স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : পেট্রোল নিয়ে আগরতলা আসার পথে বড়মুড়া এলাকায় দুর্ঘটনায় পড়ে এক পেট্রোল বোঝাই ট্যাংকার। পরবর্তী সময় গাড়ির চালক ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। আর সেই গাড়ি থেকে পেট্রোল চুরি করতে দ্বিধাবোধ করল না স্থানীয় কিছু যুবক। বালতি কলস নিয়ে পেট্রোল নিতে শামিল হয় দুর্ঘটনাস্থলে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। তারা জানান টি আর ০১ এ এস ১৫৭৩ নম্বরের একটি লরি দুর্ঘটনায় পড়ে। গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো সেই সুযোগ নিয়ে এলাকার কিছু জনজাতি যুবক পেট্রোল লরির ট্যাংকার থেকে চুরি করে নিয়ে যায়। প্রশাসনিক কর্মীরা বাধা দিলেও কাজের কাজ কিছুই হয়নি। সুতরাং কারুর হলো শ্রাবণ মাস আর কারোর ভাদ্র মাস।