Friday, April 19, 2024
বাড়িরাজ্যবাজারে মাছ মাংসের মূল্য আকাশ ছোঁয়া

বাজারে মাছ মাংসের মূল্য আকাশ ছোঁয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : নববর্ষে সকাল থেকে জমজমাট আগরতলা শহরের সবকটি বাজার। বাজারের ছিল ক্রেতাদের ভিড়। ভালো উৎসাহের মেজাজে ছিল ক্রেতা বিক্রেতা উভয়েই।  শনিবার সকাল থেকে মাছ মাংসের বাজারে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ লাইন। এদিন বাজারে ইলিশ মাছের মূল্য ছিল ১০০০ টাকা থেকে ১২০০ টাকা, পাবদা ৫০০ টাকা, আইড় ৬০০ টাকা, গলদা চিংড়ি ১০০০, ট্যাংরা ৬০০ টাকা কেজি।

  মাংসের মূল্য ছিল বাজারগুলিতে অনেকটাই ভিন্ন। স্থানীয় বাজার থেকে বটতলা এবং মহারাজগঞ্জ বাজারে দাম ছিল তফাৎ। পাঠার মাংস বটতলা বাজার ছিল ১০০০ টাকা কিলো এবং খাসির মাংস ছিল ১২০০ টাকা থেকে এর অধিক। অন্যদিকে পোলট্রি মুরগী আস্ত বিক্রি হয় ২০০ টাকা কেজি দরে। কাটা ৩০০ টাকা এবং দেশী মুরগী বিক্রি হয় ৬৫০ টাকা কেজি দরে।  তবে শহরের প্রধান বাজারগুলিতে ব্যবসায়ীদের মুখে হাল্কা হাসি লক্ষ করা যায় । তবে শহরের অলিগলিতে স্থানীয় বাজারগুলিতে এদিন সকাল থেকেই ক্রেতাদের ভিড় ছিল উপড়ে পড়া। ফলে গাড়ি ভাড়া দিয়ে কেউ কেউ আর বটতলা বাজার এবং মহারাজগঞ্জ বাজারে যাওয়ার নাম নেয় নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য