Monday, March 24, 2025
বাড়িরাজ্যত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : বাংলা নববর্ষে প্রথম দিন উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া। এদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায় , মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক  অভিষেক দেবরায় , গোমতী জেলার জেলা শাসক গোবেকার ময়ূর মতিলাল, গোমতী জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং সহ  অন্যান্য আধিকারিক।

এদিন মুখ্যমন্ত্রী প্রথমে  মায়ের মন্দিরে পুজো দেন। এরপর তার সঙ্গে থাকা শিব মন্দিরেও পুজো দেন। পরবর্তী সময় মন্দিরের প্রসাদ প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। কথা বলেন আধিকাকদের সঙ্গে। এই কাজ যাতে দ্রুত শেষ করা হয় তার উপর জোর দেন। দীপাবলি উৎসবের আগে কাজ শেষ করতে গোমতী জেলার জেলাশাসক, অর্থমন্ত্রী এবং বিধায়ককে নিয়ে বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে নতুন বৎসরকে শুভেচ্ছা জানিয়ে বলেন রাজ্যবাসীর মঙ্গলকামনায় এদিন তিনি পুজো দিয়েছেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য যাতে সফল হয় তাঁর জন্যও প্রার্থনা করেন বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন নববর্ষের প্রথম দিনে উদয়পুর মাতা বাড়িতে সকাল থেকেই ছিল পূর্ণার্থীদের ভীড়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য