Friday, April 26, 2024
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক সম্মেলন টেট পরীক্ষার্থীদের

মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক সম্মেলন টেট পরীক্ষার্থীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ এপ্রিল : ২০২২ সালের টি আর বি টি -র পরীক্ষার প্রশ্নপত্রে বহু ত্রুটির অভিযোগ। অভিযোগ সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নপত্রে ভাষাগত সমস্যাও ছিল এবং একই প্রশ্নের উত্তর বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম রয়েছে। যার কারণে তারা বিভ্রান্তের শিকার হয়েছে। এই সমস্যাগুলি সমাধানের জন্য টি আর বি টি -র দ্বাদস্হ হয়েছিল পরীক্ষার্থীরা। দাবি তোলা হয়েছিল কি সমস্যা গুলির কারণে যতগুলি প্রশ্ন উত্তর তাদের কাটা যাবে সে গুলি যাতে তাদের স্টারমার্ক হিসেবে প্রদান করা হয়।

 কিন্তু সমস্যার জট না কাটায় ২০২২ -টেট পরীক্ষার্থীরা শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরীক্ষার্থীদের বক্তব্য টেট ওয়ান এবং টেট টু- তে প্রশ্নপত্র ত্রুটিযুক্ত। সেগুলির মার্কস প্রদান করাই তাদের মূল দাবি ছিল। কিন্তু বোর্ড টেট ওয়ানে মাত্র একটি স্টার ও টেট-২ তে চারটি স্টার দিয়েছে। গত ৬ এপ্রিল ফাইনাল এন্সার কি প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে ত্রুটি গুলি বিবেচনা করেনি টি আর বি টি -র বিশেষজ্ঞরা। তাই বাধ্য হয়ে প্রশ্ন ও রেফারেন্স নিয়ে ফের ডেপুটেশন প্রদান করতে চায় পরীক্ষার্থীরা। এই সমস্যার সমাধানের দাবি জানান পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য ২০২১ সালে বিশেষজ্ঞরা যে বইগুলি থেকে প্রশ্নপত্র করার কথা বলেছিলেন সেই বইগুলি এখন গ্রাহ্য করছে না। যদি বিশেষজ্ঞরা এ ধরনের সিদ্ধান্ত নেয় তাহলে বঞ্চিত হবে বহু পরীক্ষার্থী। সবকিছু ভালোভাবে যাচাই করে যাতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। সে বিষয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন পরীক্ষার্থীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য