Sunday, September 8, 2024
বাড়িরাজ্যএলাকায় সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজিতা প্রার্থী

এলাকায় সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজিতা প্রার্থী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ এপ্রিল : বাধারঘাটে চলছে বাইক বাহিনীর নৈরাজ্য। দিন দুপুরে প্রকাশ্যে গাড়ি চালককে মারধোর এবং ধমকিয়ে চমকিয়ে দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগ তুললেন গত বিধানসভা নির্বাচনের ফরওয়ার্ড ব্লকের বিজিতা প্রার্থী পার্থ রঞ্জন সরকার। তিনি শুক্রবার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে জানান, নির্বাচনোত্তর সন্ত্রাস বাধারঘাটে কিছুদিন বন্ধ থাকার পরে গত ১২ এপ্রিল থেকে পুনরায় শুরু হয়েছে বাইক বাহিনীর তান্ডব। এদিন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ক্যাম্পেবাজার এলাকার সুব্রত পাল, বিজয় বণিক সহ কয়েকজনের দোকান বন্ধ করে দেয় বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার এলাকার গোপাল পাল নামে এক অটো চালককে ক্যাম্পের বাজার এলাকায় মারধর করে। এলাকার বিধায়িকা মীনা রানী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য। তোলাবাজি বন্ধ করার জন্য। মানুষের উপর যাতে শাসক দলের দুর্বৃত্তরা এ ধরনের সন্ত্রাস বন্ধ করে তার জন্য আহ্বান জানান। এর পাশাপাশি তিনি এলাকার সাধারণ জনগণকে ধমকানো চমকানোর বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন রাজ্যে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে। নির্বাচনোত্তর সন্ত্রাসে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে। পরিস্থিতি ক্রমশ মানুষকে চোখ রাঙাচ্ছে। শাসক দল যাতে এ ধরনের সন্ত্রাস থেকে দূরে সরে এসে উন্নয়নের স্বার্থে কাজ করে তার দাবি জানান এলাকার বিজিতা প্রার্থী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য