Thursday, March 28, 2024
বাড়িরাজ্যবিদ্যালয়ে চোরের থাবা

বিদ্যালয়ে চোরের থাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ এপ্রিল : নবম এবং একাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার আগে স্কুলের থাবা বসাল চোরের দল। কিন্তু স্কুল থেকে কিছুই নিয়ে যায়নি। এই ঘটনা, সিপাহীজলা জেলার উরমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী এসে দেখেন স্টাফ রুমের দরজার তালা ভাঙ্গা। খবর দেওয়া হয় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের এবং বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যদের।

সকলে এসে স্থানীয় থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান চোরের দল কিছু নেয় নি। কিন্তু কি উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ে থাবা বসিয়েছে সেই বিষয়টা এখনো বুঝে উঠতে পারেননি শিক্ষক শিক্ষিকারা। কিন্তু সমস্ত আলমারির তালা ভাঙ্গা। বই এবং নথিপত্র লন্ডভন্ড করে গেছে বলে জানান প্রধান শিক্ষক। তাদের আরও বক্তব্য স্কুলে গত সাত থেকে আট বছর আগে একবার জেরক্স মেশিন চুরি হয়েছিল। বৃহস্পতিবার রাতের বেলা থাবা বসালে কোন কিছু নিয়ে যায়নি। কিন্তু  আগামী ১৭ এপ্রিল নবম এবং একাদশ শ্রেণির ফলাফল ঘোষণা হবে। এর কারণে থাবা বসাতে পারে বলে আশঙ্কা শিক্ষক শিক্ষিকাদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য