Saturday, March 22, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৪ এপ্রিল: নতুন একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকার জানিয়েছে, এটি একটি ‘সলিড ফুয়েল’ ক্ষেপণাস্ত্র। নাম ‘হওয়াসং-১৮’। সেই সঙ্গে এটি এখন পর্যন্ত উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র।গতকাল বৃহস্পতিবার প্রথমবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ শুক্রবার সকালে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ এ পরীক্ষার কথা জানিয়েছে। বলা হয়েছে, পরীক্ষাটি সফল হয়েছে।সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র হওয়াসং-১৮ তুলনামূলক দ্রুত উৎক্ষেপণ করা যায়। এ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করা কঠিন।
উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন বলেছেন, আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হওয়াসং-১৮-এর সফল পরীক্ষা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ভয় ও উদ্বেগ বাড়াবে।কিম জং-উন গতকালের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বোন কিম ইয়ো-জং, স্ত্রী রি সল-জু এবং মেয়ে কিম জু-আয়ে।গত মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড ২৩’ অনুষ্ঠিত হয়। এটি গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। এ মহড়ার বিরোধিতা করেছে উত্তর কোরিয়া। মহড়ার আগে-পরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে দেশটি।

 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য