Saturday, February 8, 2025
বাড়িরাজ্যনিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশের পর নাম নেই বহু বেকার যুবক যুবতীর, দ্বারস্থ...

নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশের পর নাম নেই বহু বেকার যুবক যুবতীর, দ্বারস্থ হাইকোর্টের দরজায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : রাজ্যে টি এস আর নিয়োগের তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে বেকারদের উত্তাল। ক্রমশ রাজ্য অগ্নিগর্ভ হয়ে উঠছে। ২৭ ডিসেম্বর রাতে টি এস আর -এ নিয়োগের তালিকা প্রকাশ হতেই বিভিন্ন স্থানে শুরু হয়েছে সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ।

মঙ্গলবার অমরপুর এবং বিলোনিয়াতে শাসক দলের কার্যালয়ের উপর ভাঙচুর চালায় বিক্ষুব্ধ বেকার যুবক যুবতীরা। সেই ক্ষোভ বুধবার শেষ পর্যন্ত এসে পৌঁছায় হাইকোর্টের দরজায়। বঞ্চিত বেকার যুবক যুবতীরা অভিযোগ তুলে মোটা টাকার বিনিময়ে শাসকদলের নেতারা টি এস আর -এর চাকুরি পাইয়ে দিয়েছে বিরোধী দলের কর্মী-সমর্থকদের। এখন বিধায়ক থেকে শুরু করে শাসকদলের মন্ডল স্তরের সমস্ত নেতারা গা ঢাকা দিয়েছে বহিঃরাজ্যে গিয়ে।

 এমনটাই অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া বোর্ডের বিরুদ্ধে মামলা করতে গেছে বঞ্চিত বেকাররা। তারা বলে ২০১৯ সাল থেকে নিয়োগ প্রক্রিয়ার জন্য ধাপে ধাপে তারা শারীরিক পরীক্ষা, লেখা পরীক্ষা, মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এখন যখন নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ হয় তখন তাদের নাম নেই। এলাকার যারা নেতা ছিল তারা আশ্বাস দিয়েছিলেন চাকরি হবে। কিন্তু তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে তারা কলকাতায় গিয়ে বসে আছে। কিন্তু তারা বঞ্চিত বেকারদের সাথে কথা বলতে নারাজ। তবে সবচেয়ে বড় বিষয় হলো ২২০০ টিএসআর নিয়োগ করার কথা থাকলেও দেখা গেছে মাত্র ১৪৪৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বাকিদের নামের তালিকা প্রকাশ করা হয়নি কেন এবং খোদ মুখ্যমন্ত্রী ২২০০ জন নিয়োগের কথা বলে মাত্র এত কম নিয়োগ করার পেছনে মূল রহস্য কি তা জানতে চায় বঞ্চিত বেকার যুবক যুবতীরা। তাদের আরও অভিযোগ যারা চাকরি পেয়েছে তারা এলাকার বিরোধী দলের কর্মী সমর্থক। তাদের কাছ থেকে ২ থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চাকরি দিয়েছে মন্ডলের নেতারা। কেউ কেউ অভিযোগ তুলে বিলোনিয়ার বিধায়ক নামের তালিকা প্রকাশের পর কোলকাতা চলে গেছেন, আবার কেউ কেউ অভিযোগ তুলে স্বামী রাজনীতি করে মৃত্যু হওয়ার পর সাংসদ প্রতিমা ভৌমিক খোদ বাড়িতে গিয়ে বলেছিলেন চাকরি হবে সেই মহিলার। কিন্তু নামের তালিকা প্রকাশের পর দেখা গেল সেই মহিলার নাম নেই। ফলে প্রশ্ন তুলে সাংসদের আশ্বাসের কি হলো। আবার কেউ কেউ অভিযোগ তুলে নামের তালিকা প্রকাশের পর দেখা গেছে কোন নম্বর নেই। এতে প্রশ্ন উঠছে কে কত নম্বর পেয়েছে, তার কোনো উল্লেখ নেই কেন ? এ নিয়ে কয়েক শতাধিক বঞ্চিত বেকার যুবক-যুবতী ত্রিপুরা হাইকোর্টের সামনে বুধবার সকাল থেকে বিক্ষোভের সামিল হয়। তাদের দাবি চাকরি দিতে’ই হবে। নাহলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে তারা। তবে প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী আসার প্রাক্কালে যুবকরা ক্ষুদ্ধ হয়ে উঠায় চিন্তার ভাঁজ সরকার মহল থেকে শুরু করে শাসক দলের অন্দরে

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য