স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : বিজু উৎসব উপলক্ষে গোমতী নদীর জলে ফুল ভাসাতে গিয়ে তলিয়ে গেল ৯ বছরের রিয়ান চাকমা। ঘটনা বৃহস্পতিবার সকালে করবুক মহকুমা নিচে চন্দ্রপাড়া এলাকায়। পরিবারের লোকজনেরা জানান এদিন সকাল বেলা সাতটা সময় রিয়ান গোমতী নদীর জলে ভগবানের উদ্দেশ্যে ফুল ভাসাতে যায়। দীর্ঘক্ষণ অতিক্রান্ত হয়ে গেলেও সে বাড়ি ফিরে নি।
পরবর্তী সময়ে বাড়ির লোকজনেরা খোঁজাখুঁজি শুরু করে। ধারণা হয় নদীর জলে তলিয়ে গেছে ৯ বছরের রিয়ান। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মী এবং স্থানীয় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের জন্য নদীর জলে শুরু হয় তল্লাশি। দমকল কর্মীরা দীর্ঘ ৯ ঘণ্টা পর উদ্ধার করতে সক্ষম হয় জলে ডুবে যাওয়া শিশুটির মৃতদেহ। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। শোকাহত গোটা এলাকা।