Monday, March 17, 2025
বাড়িজাতীয়রোজগার মেলার নামে প্রচার, কটাক্ষ করলেন খাড়গে

রোজগার মেলার নামে প্রচার, কটাক্ষ করলেন খাড়গে

নয়াদিল্লি, ১৩ এপ্রিল(হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোজগার মেলার নামে প্রচারের ঢক্কানিনাদকে ঠেস মারল কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর নিয়োগপত্র বিলিকে ‘অতি নগণ্য, অতি বিলম্বিত’ বলে কটাক্ষ করেছেন। এদিন সকালে রাষ্ট্রীয় রোজগার মেলার আয়োজন করে ৭১ হাজার নিয়োগপত্র বিলি করেছেন প্রধানমন্ত্রী মোদী।

খাড়গে এক টুইটে লিখেছেন, রেলে ৩ লক্ষ ১ হাজার ৭৫০টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে রেলকে মাত্র ৫০ হাজার নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী। একে খুব দেরিতে, খুব সামান্য বলে ব্যাখ্যা করেন তিনি। খাড়গে লিখেছেন, মোদীজি আবার নিয়োগপত্র বিলি করলেন। একে তাঁরা চাকরি বলে প্রচারের চেষ্টা করছেন। রেলে চাকরি হিসাব দিয়ে তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকারি বিভিন্ন মন্ত্রকে প্রায় ৩০ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে। মোদী সরকারের দশম বর্ষ উপলক্ষে এই চমক ভালোই মানিয়েছে।

এদিন রোজগার মেলায় প্রধানমন্ত্রীর হাত ধরে নিয়োগপত্র পেলেন ৭১,০০০ চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার ভার্চুয়ালি রাষ্ট্রীয় রোজগার মেলায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানেই তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে মোট ৭১,০০০ জনকে নিয়োগপত্র দেন। যাঁদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল, তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে চাকরি পেয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য