স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : অনিমেষ দেববর্মা বিধায়ক হয়ে আশারাম বাড়ি বিধানসভার অন্তর্গত বহু এলাকা গত ১৫ দিন ধরে পরিদর্শন করেছেন। পরিদর্শনে লক্ষ্য করা গেছে স্বর্ণযুগের পর হীরা যুগে কেটেছে পাঁচটি বছর। কিন্তু এলাকায় পানীয় জল, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত জনগণ। তাই হীরাকে চকচকে করার জন্য বৃহস্পতিবার খোয়াই জেলা শাসক কার্যালয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এক পর্যালোচনা বৈঠক করা হয়।
জেলা শাসকের কাছে মানুষের বিভিন্ন অভিযোগ তুলে দেওয়া হয়। আগামী এক মাস সময় দেওয়া হবে। যদি মানুষের সমস্যা সমাধানের জন্য জেলা শাসক এবং সরকার পদক্ষেপ গ্রহণ না করে তাহলে প্রতিবাদ গড়ে তোলা হবে। পর্যালোচনার বৈঠকের পর এই কথা জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি জানান তার নিজ বিধানসভা কেন্দ্রে আশারাম বাড়ি, বন বাজার, বরুঙ্গী ছড়া, পূর্ব বেহালা বাড়ি, বিদ্যাবিল সহ বিভিন্ন এলাকায় গিয়ে তিনি চাক্ষুষ করেছেন মানুষের দুর্ভোগ। রাজন্য আমল থেকে চলে আসা পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট, স্কুলে শিক্ষক সংকট সহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে আছে এলাকায়। এই সমস্যাগুলি আগামী দিনে দ্রুত সমাধান করার জন্য উদ্যোগ নিতে জেলা শাসকের কাছে দাবি জানানো হয়েছে এদিন। কারণ মানুষ বহু আশা-আকাঙ্কা নিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। তাই এ কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে কেন্দ্রে এবং রাজ্যে। উন্নয়নের জন্য টাকা আসছে। সে টাকা জনগণের জন্য সঠিকভাবে ব্যয় করার বিষয়ে জেলাশাসক এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সাথে কথা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরো বলেছেন সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে বিরোধীদল তিপ্রা মথা প্রস্তুত।