স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ এপ্রিল : রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। স্বাস্থ্য দপ্তরের বিষয় নিয়ে তিনি আগে থেকেই অনেকটাই সচেতন। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল থেকে শুরু করে জেলা ও মহাকুমার স্তরের হাসপাতাল গুলি পরিষেবা কিভাবে উন্নত করা যায় সে বিষয় নিয়ে তাঁর তীক্ষ্ণ নজর রয়েছে। সম্প্রতি আইজিএম হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। তাই বৃহস্পতিবার আচমকা আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
মুখ্যমন্ত্রী এইদিন প্রথমে আইজিএম হাসপাতালের জন ঔষধি কাউন্টারটি ঘুরে দেখেন। পরে মুখ্যমন্ত্রী এক এক করে হাসপাতালের বিভিন্ন বিভাগ গুলি ঘুরে দেখেন। কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে। হাসপাতালে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন। পরে মুখ্যমন্ত্রী জানান এইদিন আইজিএম হাসপাতাল পরিদর্শনকালে কিছু কিছু ত্রুটি নজরে এসেছে। সেই গুলি সংশোধন না করলে আগামিদিনে সমস্যা হতে পারে। সেই বিষয়ে দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি আরও জানান বর্তমানে এম্বুলেন্স পরিষেবা উন্নত হয়েছে। রোগে আক্রান্ত হলে মানুস হাসপাতালে আসে। তাই তিনি হাসপাতালে আসা রোগীদের সাথে ভালো ব্যবহার করার জন্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিকট আহ্বান জানান। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমান সরকারের সময় গুন্ডামি করে কেউ রাজত্ব করতে পারবে না।
যারা গুন্ডামি করবে তাদেরকে ছাড়া হবে না। পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য। তবে অনভিপ্রেত ঘটনার হার কমেছে। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট শুনতে পেয়ে তড়িঘড়ি করে বহু চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী ইতিমধ্যে ছুটে আসেন হাসপাতালে। মুখ্যমন্ত্রী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা সঠিকভাবে পালন করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। কারণ চিকিৎসক হিসেবে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা রয়েছে মুখ্যমন্ত্রীর। সুতরাং মানুষের দুর্ভোগ যাতে পোহাতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিট করলেন এদিন। আগামী দিনেও এই ধরনের সারপ্রাইজ ভিজিট যে কোন হাসপাতালে হতে পারে বলে জানা যায়। পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু।