স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : চাকমা সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব বিঝু মেলা। প্রত্যেক বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ চৈত্র মাসের শেষ দুদিন এবং বৈশাখ মাসের প্রথম দিন মিলিয়ে মোট ৩ দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। এবছর ৪৯ তম রাজ্যভিত্তিক বিঝু মেলা আগামী ১৩, ১৪ এবং ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ১৩ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংগঠনের অর্গানাইজিং কমিটির সভাপতি তুষার কান্তি চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত থাকবেন শিল্প ও বানিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজু মেলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বিধায়ক শম্ভু লাল চাকমা, ৪৯ তম রাজ্যভিত্তিক বিজু মেলা কমিটির সভাপতি তুষার কান্তি ডাকমা সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
উদ্বোধনী পর্বের পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনদিন ব্যাপী মেলার দ্বিতীয় দিনে বিকেল ৫ টায় আলোচনা সভা শুরু হবে। ওইদিন মঞ্চে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আলোচনা সভার পর অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিনে ১৫ এপ্রিল গচ্ছেপচ্ছে বিঝুতে বিকেল ৫ টায় শুরু হবে অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে সন্মানীয় অতিথি হিসেবে মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী বিমল কারি চাকমা, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রদেইল।