স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : বাড়ি থেকে তুলে এনে থানায় যুবককে মারধর। আহত অবস্থায় উদ্ধার করল বাড়ির লোকজনেরা। নিয়ে যায় জিবি হাসপাতালে। জানা যায়, গত এক মাস আগে লাল বাহাদুর চৌমুহনী এলাকার বেশ কয়েকজন যুবক সঙ্গবদ্ধভাবে এক যুবককে আটক করে।
পরে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করে অভিযুক্ত যুবককে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু সোমবার রাতে পূর্বে অভিযানে থাকা এক যুবককে পূর্ব থানার পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। থানায় এনে বেধড়ক মারধর করে পূর্ব থানার পুলিশ বলে অভিযোগ। ঘটনার পর পূর্ব থানার পুলিশ এ যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে। এরই মধ্যে পুলিশ সন্দেহজনক ভাবে নিউটন দেববর্মা নামে ৩২ বছরের যুবককে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। নিউটন দেববর্মাকে জিজ্ঞাসাবাদের নামে থানাতে অমানবিক ভাবে নির্যাতন করে পুলিশ। পরে তার পরিবারের লোকজন তাকে থানা থেকে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন।